সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু আটক


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৬ জুন ২০১৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে সোহেল রানা (২২) ও খুলনা জেলার কয়রা উপজেলার গোলখালী গ্রামের বাদশা শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

কোস্টগার্ডের মংলা জোনাল অফিসের উপ-অধিনায়ক লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে বনদস্যু সোহেল ও সাদ্দামকে আটক করা হয়েছে। আটকরা বনদস্যু সাহেব আলী বাহিনীর সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি পাইপগান ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।