সাতক্ষীরায় মাদকসহ ভুয়া মেজর আটক


প্রকাশিত: ০৭:৫২ এএম, ১৭ মে ২০১৫

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ফেনসিডিলসহ মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ১২টায় আটকের পর রোববার বেলা ১১টায় সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে। আকটকৃত আব্দুস সাত্তার (৩০) ভোমরা গ্রামের সোহেল গাজীর ছেলে ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এমদাদুল হক জানান, ভোমরা সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবি তাকে আটক করে। তার নিকট থেকে সেনাবাহিনীর মেজর, মানবাধিকার সংস্থাসহ কয়েকটি সংস্থার পরিচয়পত্র পাওয়া গেছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।