সিরাজগঞ্জ থেকে অপহৃত কিশোরী পাবনায় উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি থেকে রত্না রাণী সুত্রধর নামে এক অপহৃত কিশোরীকে পাবনার কাশিনাথপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পার্থ সুত্রধর নামে এক অপহরণকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে পাবনার আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
আটক পার্থ সুত্রধর (২২) পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর গ্রামের দুলাল সুত্রধরের ছেলে।
অপহৃত রত্না রাণী সুত্রধর (১৭) বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ঘুঘাট বালাবাড়ী গ্রামের শ্যামলাল সুত্রধরের মেয়ে।
বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গত ৯ জুন বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বালাবাড়ী থেকে পার্থ সুত্রধরসহ কয়েকজন রত্না রাণীকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে রত্না রাণীর বাবা শ্যামল সুত্রধর বাদী হয়ে বেলকুচি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় কাশিমপুর গ্রাম থেকে রত্না রাণীকে উদ্ধার ও অপহরণের মূল হোতা পার্থকে আটক করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে আটক অপহরণকারী পার্থকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। অপহৃত রত্না রাণীকে মেডিকেল টেস্টের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস