স্ত্রীকে মারতে গিয়ে মারা গেল মেয়ে


প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৪ জুন ২০১৭
প্রতীকী ছবি

ঈদের কেনাকাটা নিয়ে বাবা-মায়ের ঝগড়ায় নির্মমভাবে মৃত্যু হলো তিন বছর বয়সী মেয়ে লামিয়ার। দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের দক্ষিণ সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত শিশু লামিয়া সুলতানার মা জানান, গত বৃহস্পতিবার রাতে ঈদের কেনাকাটা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে মারপিট করে। আমাকে মারতে গিয়ে লাঠির আঘাত লাগে মেয়ে লামিয়ার মাথায়।

গুরুতর হাসপাতালে ভর্তি করা হয় রাতেই। সেখান থেকে অবস্থার উন্নতি না হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লামিয়া।

এদিকে, মেয়ের মৃত্যুর খবর শুনেই পালিয়েছে বাবা রমজান শেখ। এ বিষয়ে দেবহাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।