মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৬ জুন ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে (পুরাতন) মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ মৃধা (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার দুপুর দুইটার দিকে মহাসড়কের উপজেলা সদরের বাইমহাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি মির্জাপুরের গোড়াইল গ্রামে। বাবার নাম গয়েজ মৃধা। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহান মৃধা (১৬) ও প্রাইভেটকারের চালক শহিদুর রহমান সজিব আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ফাহাদ মৃধা দুপুরে তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে যাচ্ছিল। দুইটার দিকে মহাসড়কের বাইমহাটী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহাদ মৃধার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

ফাহাদের মরদেহ কুমুদিনী হাসপাতালের মর্গে রয়েছে বলে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ নিশ্চিত করেছেন।

এস এম এরশাদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।