সিরাজগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৯ জুন ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন (জেএমবি)`র পলাতক সদস্য ও তামিম-সরোয়ার গ্রুপের সক্রিয় সদস্য আতিকুর রহমান ওরফে আতিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার গভীর রাতে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতিক উপজেলার পুরান ধুঞ্চি এলাকার মৃত আকবর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র‌্যাব-১২’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক মেজর সাফায়াত আহম্মদ সুমন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর উল্লাপাড়ার মোহনপুর গ্রামে ডিবি পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে জিহাদি বই-পুস্তকসহ তিন জঙ্গিকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক তিনজনসহ ৮ জনের নামে মামলা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ল্যাংড়া আমজাদসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। আতিক ওই মামলার অন্যতম পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আতিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।