চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৩ জুলাই ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে দুইটি পিস্তল, চারটি ম্যাগাজিন ১৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতাররা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুঠাপাড়া গ্রামের নুরশেদ আলীর ছেলে মো. মাহবুব (২৬) ও একই গ্রামের নুরুল ইসলামে ছেলে মিনহাজ ওরফে বকুল (২৪)।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আড়াইটার দিকে গোপালপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, চারটি ম্যাগাজিন ১৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মাহবুব ও বকুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

মোহা. আব্দুলাহ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।