নীলফামারীতে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৮
নীলফামারীর ডিমলায় রাস্তায় বালু পরিবহনকে কেন্দ্র করে ঝুনাগাছচাপানী ইউনিয়নের এক ইউপি সদস্যের সঙ্গে ট্রলির মালিকদের সংঘর্ষে জাহেদ আলী নামে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার নিহতের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে ২০ জনকে আসামি করে এ মামলা করেন। মামলার পর ইউপি সদস্য আমিনুর রহমানসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে মনিরুজ্জামান (২২), শাহিন আলম (২০), আশাদুজ্জামানকে (৩২) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে ইউপি সদস্য আমিনুর রহমানসহ পাঁচজন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে ঝুনাগাছচাপানি ইউনিয়নের বিন্যাকুড়ি এলাকার আব্দুর রশিদ রাস্তা দিয়ে ট্রলি নিয়ে বালু পরিবহন করার সময় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জাহেদ আলীর অবস্থায় আশঙ্কাজনক হলে তাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে জাহেদ আলী মারা যান।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজ উদ্দিন শেখ জাগো নিউজকে বলেন, জাহেদ আলীকে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে জেলা কারাগারে ও পাঁচজনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জাহেদুল ইসলাম/এএম/এমএস