ডিমলায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৮


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৫ জুলাই ২০১৭

নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই ইউনিয়ন আমিরসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- খালিশা চাপানি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুল্লাহ কাজী (৪০), পশ্চিম ছাতনাই ইউনিয়নের আমির জাহেদ আলী (৪২), জামায়াত কর্মী রফিকুল ইসলাম ( ৪৫), আব্দুল মমিন (৪০) এবং আবুল কালাম (৩৮)। অপর তিনজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, গ্রেফতারদের বুধবার দুপুরে আদালতে পাঠাবে হবে।

জাহেদুল ইসলাম জাহিদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।