কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৪ মে ২০১৫

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার সকালে এক জনাকীর্ণ আদালতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমঙ্গীর হাসান এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, খোকসা উপজেলার আমলাবাড়ি এলাকার মুনসুর আলী, খোকন, আইয়ূব আলী, সাহেব আলী, আজিজুল ও অসিত কুমার পাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় আমলাবাড়ি গ্রামের মনছের শেখের ছেলে ফারুক হোসেন (১৬) ও আসামী খোকনের সঙ্গে বাইসাইকেল কেনা নিয়ে বিরোধের জেরে আসামিরা ফারুক হোসেনকে তার আমলাবাড়ি বাজারের দোকান থেকে ডেকে নিয়ে যেয়ে হত্যা করে। পরদিন ২৪ অক্টোবর ধান ক্ষেতের তার লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ফারুক হোসেনের চাচাতো ভাই লিটন হোসেন বাদী হয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ কয়েকজনের বিরুদ্ধে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী। তাকে সার্বিক সহযোগিতা করেন অ্যাডিশনাল পিপি অ্যাড. জাহাঙ্গীর আলম গালিব এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. সিরাজ-উল ইসলাম, অ্যাড. মীর আরশেদ আলী ও অ্যাড. আবু সাইদ।

আল-মামুন সাগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।