সাতক্ষীরায় আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৫ মে ২০১৫
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার মহন্দি গ্রামে আ.লীগ নেতার বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

মহন্দি গ্রামের ওয়ার্ড আ.লীগ সভাপতি সিকান্দার আকুজ্ঞি জানান, ৭/৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা ও দুই মণ সরিষা লুট করে নিয়ে যায়। ডাকাতদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিলো।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা ডাকাতির বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনাটি ডাকাতি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।