কুষ্টিয়ায় শিশু হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১০:১০ এএম, ২৫ মে ২০১৫

কুষ্টিয়ার ভেড়ামারায় শিশু আলিফকে (০৪) অপহরণের পর শ্বাসরোধে হত্যা মামলায় এক নারীসহ ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ আদেশ দেন। আর দোষী প্রমাণিত না হওয়ায় মেরু গাইয়ন ও আলমকে খালাস দেন আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা আক্তার গাজী, রিজিয়া খাতুন, ওবাইদুল, মিনহাজ, হায়তুল হোসেন, আনোয়ারুল ইসলাম, আসাদুল হক, শাহাবুল হক ও এনামূল হক। এদের মধ্যে একজন পালতক, বাকি আটজন বর্তমানে কুষ্টিয়ার কারাগারে আছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সালেহ আহমেদ শিশিরের শিশু পুত্র আলিফ নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পরে পাশের মাঠ থেকে আলিফের লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই ঘটনায় ভেড়ামারা থানায় দায়ের হওয়া মামলায় পুলিশ ১১ জনকে বিবাদী করে চার্জশিট দাখিল করেন।

মামলাটির সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক নয় আসামির সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আল-মামুন সাগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।