মির্জাপুরে নদী ভাঙনকবলিতদের মধ্যে চাল বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২০ জুলাই ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই, ঝিনাই, লৌহজং ও ধলেশ্বরী শাখা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত চারশ পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ভাঙনে ক্ষতিগ্রস্ত মসজিদ ও মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) গোপাল চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ফতেপুর ইউনিয়নে ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১৫ কেজি ও আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি করে মোট ৩১১টি পরিবার, জামুর্কী ইউনিয়নের ৩৬টি পরিবার এবং বহুরিয়া ইউনিয়নে ৫৩টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আক্তারুজ্জামান বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাওয়া পাঁচ টন চাল তিন ইউনিয়নের চারশ পরিবারের মধ্যে ও দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এমএমজেড/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।