‘সরকারের কথা আর কাজে মিল নেই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২০ জুলাই ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকারের কথা আর কাজে মিল নেই। সরকার বলছে তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। অথচ দুর্গত এলাকার মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে না।

এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়নি। যদি জনগণের ভোট নিতো তাহলে দায়বদ্ধ থাকত।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, জনগণ চায় নির্দলীয় সহায়ক সরকারের অধীনে সরকার নির্বাচিত হোক। জনগণ এ সরকারকে ভোট দেবে না এটা জানে বলেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।

নজরুল ইসলাম খান প্রশ্ন তুলে বলেন, চট্টগ্রামে অপুষ্টিতে ৯ শিশু মারা গেছে। দেশে এতো উন্নতি হলে অপুষ্টিতে শিশু মারা যাবে কেন?

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

শুভ্র মেহেদী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।