সাতক্ষীরায় ৪ মাসে গ্রেফতার ৪৫৫৭, সাজা প্রাপ্ত ২১১৮ জন


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৬ মে ২০১৫
প্রতীকী ছবি

সাতক্ষীরা জেলা পুলিশের ৮টি থানার ৪৩টি বিটে অভিযান চালিয়ে গত ৪ মাসে ৪ হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮৯৯ জন ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ২২৯ জনকে গ্রেফতার করে সাজা প্রদান করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাদেরকে হত্যা সন্ত্রাস, আগুন পুলিশের উপর হামলাসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এরমধ্যে বেশি গ্রেফতার করা হয়েছে নাশকতার সঙ্গে জড়িত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের।

সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যলয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ৩৩৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৩০৭ জন, কলারোয়া থানায় ২০৬ জন, তালা থানায় ১৩৩ জন, কালিগঞ্জ থানায় ১৭৩ জন, শ্যামনগর থানায় ১৩৩ জন, আশাশুনি থানায় ১৫৪ জন, দেবহাটা থানায় ১৩৮ জন ও পাটকেলঘাটা থানায় ৮৯ জনকে গ্রেফতার করা হয়। গত ৪ মাসে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে বন্দুক, শাটারগান, রিভলবার ও শটগান। উদ্ধার করা হয়েছে বন্দুকের গুলি, ককটেল, কাঁচের বোতল, পেট্রল, চাপাতি, হাতুড়ি, ২৪টি মোটরসাইকেল, ৪টি পিকআপ ও ২ হাজার ৬৫৭ বোতল ফেন্সিডিল।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জাগো নিউজকে জানান, জেলার ৮টি থানার অধীনে ৪৩টি বিটে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৪ মাসে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন, বিভিন্ন মামলার আসামি ও নাশকতা এবং মাদক মামলার আসামি। এছাড়া রয়েছেন হত্যা, ধর্ষণ, ডাকাতি, অস্ত্র মামলার আসামি।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।