মির্জাপুরে টিন পেল দুর্যোগে ক্ষতিগ্রস্তরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২২ জুলাই ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮৬ জন দুস্থ অসহায় পরিবারের মধ্যে ১ বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার করে ২ লাখ ৫৮ হাজার টাকার চেক বিরতণ করেন ইউএনও ইসরাত সাদমীন।

এ সময় মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এস এম এরশাদ উপস্থিত ছিলেন।

এস এম এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।