৭ শিক্ষার্থীর সবাই ফেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৩ জুলাই ২০১৭

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শেরপুর সরকারি কলেজ ৫১ জিপিএ-৫ নিয়ে জেলায় শীর্ষে অবস্থান করছে। এর মধ্যে বিজ্ঞানে ৪৭, মানবিকে ২ ও বাণিজ্য বিভাগে ২ জন জিপিএ-৫ পেয়েছে। 

এ কলেজের পাসের হার ৭২ দশমিক ৮২। তবে শ্রীবরদীর ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজের ৭ পরীক্ষার্থীর সবাই ফেল করায় তাদের পাসের হার শূন্য। ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

শেরপুর জেলায় এবার সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। এর মধ্যে বিজ্ঞানে ৬৩, মানবিকে ৭ এবং বাণিজ্য বিভাগ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। সবচেয়ে বেশি এবার শেরপুর সরকারি কলেজের। 

এছাড়া শ্রীবরদী সরকারি কলেজ থেকে বিজ্ঞানে ২ ও মানবিকে তিনসহ ৫ জন জিপিএ-৫ পেয়েছে। নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ কলেজে বিজ্ঞানে ৬ ও মানবিকে একসহ ৭ জন জিপিএ-৫ পেয়েছে। 

পাশাপাশি নালিতাবাড়ীর হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের ৪, নাজমুল স্মৃতি কলেজের ৩, নকলার চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের একজন জিপিএ-৫ পেয়েছে। তারা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সদরের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ থেকে এবার মানবিক বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান জানান, নিয়মিত মডেল টেস্ট, বিশেষ পাঠ পরিকল্পনা এবং কলেজে বিভিন্ন ধরনের সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের ভালো ফলাফলে সহায়ক হয়েছে।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।