চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের ছয় সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৩ জুলাই ২০১৭

গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মো. সাকিল (৩০), তার শাশুড়ি একই এলাকার নুরুল আলম বেনজিরের স্ত্রী হালিমা বেগম (৫০), রামচন্দ্রপুর হাটের নিয়ামত মিয়ার ছেলে ওসমান গনি ওরফে সাগর (২৭), লালাপাড়া গ্রামের আনন্দ কর্মকারের ছেলে রাজ কুমার কর্মকার (৪৫) এবং মাদারিপুর জেলার মাওনশি গ্রামের জিন্নাত শেখের ছেলে রেজাউল শেখ (৪০) একই জেলার নয়াকান্দি গ্রামের রামেশ্বর হালদারের ছেলে সঞ্জয় হালদার (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টায় সাকিলের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পাসপোর্ট, ২০টি ব্যাগ, একজোড়া স্বর্ণের বালা, ৯টি মোবাইল ফোন, একটি হ্যান্ডকাপ ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে হালিমা, রাজকুমারকে তাদের বাড়ি থেকে, সাগরকে রামচন্দ্রপুর বাজার থেকে এবং রেজাউল ও সঞ্জয়কে চাঁপাইনাবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, সাকিল দীর্ঘদিন ধরে তার সঙ্গীদের নিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। এরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।