এক জেলায় ৪ শিক্ষার্থী পেল জিপিএ-৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:২২ পিএম, ২৪ জুলাই ২০১৭

এবার এইচএসসি পরীক্ষায় রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় ফল বিপর্যয় হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতে, নতুন উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও মোবাইল ফোন ব্যবহার ফল বিপর্যয়ের অন্যতম কারণ।

রাঙ্গামাটিতে এবার পাসের হার ৪৪ দশমিক ৪৩। গত বছর এ হার ছিল ৪৬। জেলা প্রশাসনের শিক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার পরীক্ষায় জেলার মোট ১৭ কলেজ থেকে ৫ হাজার ২২৫ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৪০৩। যা পাসের চেয়ে অকৃতকার্য় সংখ্যা বেশি। গোটা জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে শুধু ৪ জন। তবে পাসের দিক দিয়ে ছেলেরা এগিয়ে। ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৫৪ আর মেয়েদের হার ৪৪ দশমিক ৪৩। 

ফলাফলে দেখা যায়, রাঙ্গামাটি সরকারি কলেজের ১১৮৩ পরীক্ষার্থীর মধ্যে ৪৪৩ জন, রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯৯ পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের ৭৭৪ পরীক্ষার্থীর মধ্যে ২৬৬ জন, রাঙ্গামাটি পাবলিক কলেজের ১৪০ পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন, কাচালং ডিগ্রি কলেজের ৫৫০ পরীক্ষার্থীর মধ্যে ২৮৭ জন, কর্ণফুলি ডিগ্রি কলেজের ৫৪৭ পরীক্ষার্থীর মধ্যে ২৫৮ জন, কাউখালী কলেজের ২৫১ পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন, ঘাগড়া কলেজের ১৩৮ পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন, নানিয়ারচর কলেজের ৩৬ পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন, বাঘাইছড়ি শিজক কলেজের ৩৮৪ পরীক্ষার্থীর মধ্যে ২২১ জন, রাজস্থলী কলেজের ২২৪ পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন, বরকল রাগিব-রাবেয়া কলেজের ৫৫ পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন, বাঙালহালিয়া কলেজের ২২১ পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জন, সৃজনী ট্রাষ্ট স্কুল অ্যান্ড কলেজের ২৮ পরীক্ষার্থীর মধ্যে আটজন, দক্ষিণ রাঙ্গুনিয়া পাদুয়া কলেজের ১৪০ পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন, লংগদু রাবেতা মডেল কলেজের ২৭৮ পরীক্ষার্থীর মধ্যে ১৮৭ জন এবং কর্ণফুলী পেপার মিল স্কুল অ্যান্ড কলেজের ৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন পাস করেছে।

রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ মো. তাছাদ্দিক হোসেন কবির বলেন, নতুন উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি ও মোবাইল ফোন ব্যবহারের কারণে পার্বত্য এলাকার কলেজগুলোতে ফলাফলে ব্যাপক বিপর্যয় হয়েছে। 

রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ জাফর আহম্মদ বলেন, তার কলেজে আগের চেয়ে ফলের বিপর্যয় হয়নি। আগের মতোই স্বাভাবিক হয়েছে। ফল আরও ভালো হবে, যদি অভিভাবকরা অধিক সচেতন হন। 

এদিকে, পার্বত্য এলাকায় মাদরাসা বোর্ডের অধীন এইচএসসি সমমান আলিম পরীক্ষার ফল এবারও সন্তোষজনক। সদরের আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদরাসায় আলিমে ২২ পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১৭ জন।

রাঙ্গামাটি সিনিয়র মাদরাসার ৩২ পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ২৩ জন এবং লংগদু উপজেলার মাইনিমুখ আলিম মাদরাসার ৩২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১ জন।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।