জামালপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:২৮ এএম, ২৫ জুলাই ২০১৭

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র গোলা বারুদ হেরোইন ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় শর্টগান, ২০ রাউন্ড কার্তুজ, ১০০ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে জামালপুর পুলিশ সুপারের সভা কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি দেশীয় শর্টগান, ২০ রাউন্ড কার্তুজ, ১০০ গ্রাম হেরোইন, ১ হাজার পিস ইয়াবাসহ ডাকাত আব্দুল করিম, আল আমিন, মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম, ইনসাফ আলী ও লাইলী বেগমকে গ্রেফতার করে।

উদ্ধার এসব জিনিসের আনুমানিক মূল্য ১২ লাখ ২৫ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়স্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শুভ্র মেহেদী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।