নির্বাচন বানচাল করতে বিদেশ গেছেন খালেদা
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচন বানচাল করতে তারেক জিয়ার সঙ্গে শলাপরামর্শ করতে বিদেশে গেছেন। তারা মা-ছেলে মিলে গত নির্বাচন পূর্ববর্তী জ্বালাও পোড়াও কর্মসূচির থেকেও ভয়ঙ্কর নাশকতা করার পরিকল্পনা করছেন।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক আরও বলেন, আজকের ছাত্র নেতারাই আগামী দিনের দেশ রক্ষায় ভূমিকা রাখবে। তিনি বিএনপি-জামায়াতের নাশকতার পরিকল্পনা মোকাবেলার জন্য ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ নাসিরের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুর নাহার চাঁপা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম