শখের বসে বাগান করে লাভবান হচ্ছেন ফরিদ আহমেদ


প্রকাশিত: ০৮:১২ এএম, ২৮ মে ২০১৫

শখের বসে বাগান করে সাফল্য পেয়েছেন ফরিদপুরের আলহাজ্ব ফরিদ আহমেদ। আর এ বাগানের সাথে জড়িত থেকে এলাকার বেশ কয়েকটি পরিবার জীবিকা নির্বাহ করছেন। তার বাগানে রয়েছে ফলজ, বনজ ও বিভিন্ন জাতের আমসহ নানা ধরনের সুস্বাধু ফল।

ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামে ফরিদ আহমেদ বিশাল এ বাগানটি গড়ে তুলেছেন। তার বাগানে আম, জাম, কাঠাল, লিচু, পাইননাল, ছবেদা, মালটাসহ নানা ধরনের ফলজ ও বনজ গাছ শোভা পাচ্ছে। আর এ ধরনের বাগান দেখে উদ্ধুদ্ধ হয়েছে এলাকাবাসী।  

 ফরিদ আহমেদ জানান, পারিবারিক আয় বাড়ানোর জন্য এক সময় তিনি সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘদিন চাকুরি শেষে ২০০৫ সালে সৌদি আরব থেকে দেশে এসে নিজ উদ্যোগে বাগান করতে শুরু করেন। ধীরে ধীরে বাগানের পরিধি বাড়তে থাকে। এখন প্রায় বিশ বিঘা জমির উপর বাগান রয়েছে তার। বাগানের পরিচর্যা একা সামলাতে না পেরে ১০ জন শ্রমিক নিয়োগ করেছেন তিনি। এতে করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। তারা আগাছা পরিষ্কার, কলম কাটিং করা, সেচ দেওয়াসহ নানা কাজে ব্যস্ত থাকেন সারাক্ষণ।

বাগানের ফরমালিন মুক্ত ফল-ফলাদি বাজারজাত করার জন্য এলাকার বেশ কিছু লোক জড়িত রয়েছে। তারা জানান, ফরিদ সাহেবের বাগান থেকে খুব সস্তায় ফরমালিন মুক্ত ফল কিনে বাজারে বিক্রি করে সংসারের ব্যয় নির্বাহ করছেন। এভাবেই বাগান মালিক বছরে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা আয় করে থাকেন।

এ ধরনের বাগান দেখতে অনেকেই আসছেন। তারা ফরিদ আহমেদের কাছ থেকে বাগান করার নানা ধরনের পরামর্শ নিচ্ছেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।