ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না : হাফিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৯ জুলাই ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহম্মদ বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। এই গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।

নীলফামারী জেলা শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা বিএনপির উদ্দ্যোগে শনিবার দিনব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, লুটপাট করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটাকুনিয়া রোগে আক্রান্ত হয়েছে। মোটা শরীর নিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শুধু তাই নয় এই স্বৈরাচার সরকারের সকল কর্মকাণ্ডে দেশের মানুষ আজ অতিষ্ট।

তিনি আরও বলেন, বিএনপি ঘড়যন্ত্রের দল নয়। তাই সারাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, পরিবর্তন চায়। দেশের জনগণ আবারও বিএনপিকে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

বিএনপির নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুর আরেফিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম প্রমুখ।

সদরের গোড়গ্রাম হাজিরহাট, টুপামারী পুরাতন স্টেশন, বাজার ট্রাফিক মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, দারোয়ারী টেক্সটাইল মোড়সহ পাঁচটি স্থানে সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হয়।

জাহেদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।