দিনাজপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এতে ৯টি গরুও মারা গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৯নং হামিদপুর ইউনিয়নের খলিরপুর সরদার পাড়া গ্রামের আবু সৈয়দের স্ত্রী সহিদা খাতুন (৩২) এবং খলিরপুর বালাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে হেলাল (৩০)।
হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম জানান, বৃষ্টির সময় সহিদা খাতুন বাড়ির পাশে মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে দুপুরে হেলাল হামিদপুর ইউনিয়ন পরিষদের পাশে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ছাড়াও বজ্রপাতে খলিলপুর বালাপাড়া গ্রামের আব্দুর রউফের ৯টি গরু মারা গেছে বলে জানা গেছে।
এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি