হিলিতে রোজ ২০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০১ আগস্ট ২০১৭

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। প্রতিদিন গড়ে ২০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।

চলতি মৌসুমে বন্যার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। একারণে খোলা বাজারে দাম বেড়ে যাওয়াই ভারতীয় কাঁচামরিচের চাহিদা বেড়েছে বলে মনে করছেন বন্দরের ব্যবসায়ীরা।

বন্দরের হিসাব মতে, গত পাঁচ দিনে ভারত থেকে প্রায় ৮০ মে. টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এসব কাঁচামরিচ আমদানি হচ্ছে ভারতের বিহার রাজ্য থেকে।

কাঁচামরিচ আমদানিতে প্রতি কেজিতে প্রায় ২০ টাকা শুল্ক-কর দিতে হচ্ছে বলে জানিয়েছেন আমাদানিকারকরা। ভারত থেকে আমদানি করা এসব কাঁচামরিচ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে।

আমদানিকারক বাবলু মিয়া জানান, হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।