কিশোরগঞ্জে মানবপাচার ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ৩০ মে ২০১৫

কিশোরগঞ্জে যৌন নির্যাতনকারীদের গ্রেফতার ও মানবপাচার বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে শহরের কালীবাড়ি মোড় এলাকায় জেলা গণতন্ত্রী পার্টি এই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে দলটির অর্ধশতাধিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। বিশেষ করে শিশুরা ধর্ষণের শিকার হলেও অভিযুক্তরা আইনের আওতায় আসছে না। এতে করে ধর্ষণসহ সব ধরনের নির্যাতন বেড়ে চলেছে। সম্প্রতি মানবপাচারের তথ্যও ভয়াবহ। কর্মসূচি থেকে অপরাধের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করা হয়।

এসময় বক্তৃতা করেন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি দোলন ভৌমিক, সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি সুলতানা রাজিয়া, নারী নেত্রী মায়া ভৌমিক, বিলকিস বেগম, অধ্যাপক মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

নূর মোহাম্মদ/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।