কুষ্টিয়ায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ৬
কুষ্টিয়ার মিরপুরে বালু ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৬ ট্রেনযাত্রী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী-খুলনা রুটে প্রায় সোয়া ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার হালসা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে বিকেলে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ (ডাউন) ট্রেন হালসা রেলস্টেশনের কাছে পৌঁছলে রেলওয়ের নির্মাণ কাজে নিয়োজিত (দাঁড়িয়ে থাকা) বালুভর্তি ট্রাকের ধাক্কা লাগে। এতে ওই ট্রেনের ১টি বগির আংশিক ক্ষতি হয়। এতে আহত হন ওই বগির ৬ যাত্রী। এদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পোড়াদহ জিআরপি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন বালুভর্তি ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ হলে ওই রুটে প্রায় সোয়া ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে ওই সময়ের মধ্যে কোনো ট্রেনের সিডিউল না থাকায় চলাচলে কোনো অসুবিধা হয়নি।
আল-মামুন সাগর/এমএএস/আরআইপি