শোককে শক্তিতে পরিণত করতে হবে : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, শোকের মাসকে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণাকে সামনে রেখে পাবনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে চলছি।
পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি