প্রেমের টানে পিটিআই ছেড়ে পালিয়েছে ছাত্রী-শিক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:২৩ এএম, ১৪ আগস্ট ২০১৭

বরগুনায় ছাত্রী-শিক্ষকের প্রেম নিয়ে চলছে তোলপাড়। শুধু প্রেমই নয়, দুইজন পাড়ি জমিয়েছে অজানার উদ্দেশ্যে। ঘটনাটি বরগুনা পিটিআইর শিক্ষক ও ছাত্রীর।

তারা দুইজন হলেন- পিটিআইর আইসিটি ইন্সটেক্টর তাপস ঘরামী ও শিক্ষার্থী তানিয়া আক্তার। গত ২৬ জুলাই থেকে তারা পিটিআইতে অনুপস্থিত, ওই দিনই তারা পিটিআই থেকে পালিয়েছে।

এ বিষয়ে পিটিআইর ভারপ্রাপ্ত সুপার মো. জাহাঙ্গীর হোসেন বলেন তাদের দুইজনের কোনো সন্ধান না পেয়ে বরগুনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইন্সটেক্টর তাপস ঘরামীর বাড়ি ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের শংকর ধবল গ্রামে। তিনি দুই বছর আগে বরগুনা পিটিআইতে পিইডিপি-৩ প্রকল্পের আইসিটি ইন্সটেক্টর হিসেবে যোগ দেন।

এরই মধ্যে তিনি আরও কয়েকবার নারী কেলেংকারির ঘটনা ঘটিয়েছে। তানিয়া আক্তারের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তিনি রাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বরগুনা পিটিআইতে ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়ার রোল হচ্ছে ৫৩। তানিয়ার স্বামী মো. মিজানুর রহমান জানান, চলে যাওয়ার আগে তানিয়া তার ফোনে ম্যাসেজ পাঠিয়ে লিখেছে, আমি চলে যাচ্ছি দূর অজানার কোথাও। আমাকে খুঁজবে না।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।