দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে : বিজিবি মহাপরিচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৭ আগস্ট ২০১৭

বন্যাদুর্গতদের সাহায্যার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সীমান্ত এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, আমরা সবাই প্রতিবেশী। একে অপরের ভাই। সম্মিলিতভাবে কাজ করলে বর্তমান পরিস্থিতি উত্তোরণ অসম্ভব নয়। প্রধানমন্ত্রী এদেশকে সোনার বাংলা গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তার উদ্দেশ্যে সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে দুর্যোগ মোকাবেলা করে।

তিনি বলেন, প্রশাসনের অংশ হিসেবে ও সরকারের সংস্থা হিসেবে বিজিবি দুর্গতদের পাশে রয়েছে। বিজিবির সদস্যসরা সবাই মিলে দুর্যোগ মোকাবেলা করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সাধ্যমতো কাজ করবে।

এর আগে বিজিবির মহাপরিচালক ওই এলাকা পরিদর্শন করেন ও বন্যার্তদের খোঁজখবর নেন। পরে তিনি বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।