উদ্ধার হওয়া কুমিরটিকে প্রজনন কেন্দ্রে হস্তান্তর


প্রকাশিত: ০৭:৩২ এএম, ০৫ জুন ২০১৫

সাতক্ষীরার দেবহাটা থেকে উদ্ধারকৃত কুমিরটিকে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের মংলা করমজল কুমির প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। দেবহাটা থানা সংলগ্ন ইছামতি নদীর উত্তর পার্শ্বে আবু সালেক নামের এক ব্যক্তির পুকুরে মঙ্গলবার রাত্রে একটি কুমির প্রবেশ করে।

স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে দেবহাটা উপেজলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন বিষয়টি অবগত হওয়ার পর তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের পর তিনি দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সদর ইউপি চেয়ারম্যান, সামাজিক বনবিভাগ এবং বন্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বয়রা, খুলনাকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরবর্তীতে রেঞ্জ অফিসার লুৎফার পারভেজের নেতৃত্বে বৃহস্পতিবার কুমিরটি ধরে দেবহাটা থানায় রাখা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক ওসি কুমিরটি রেঞ্জ অফিসারের কাছে হস্তান্তর করেন।

বর্তমান কুমিরটিকে মংলা করমজল কুমির প্রজনন কেন্দ্রে তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।