ভৈরবে ৭টি তাজা বোমা উদ্ধার


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৫ জুন ২০১৫
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর এলাকা থেকে সাতটি তাজা পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টায় জামালপুর গ্রামের শাহ আলম মিয়ার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার পাশে একটি বাজারের ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় লাল স্কচটেপ প্যাঁচানো সাতটি তাজা পেট্রলবোমা উদ্ধার করা হয়।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবু তাহের জানান, পেট্রলবোমা গুলি উদ্ধার করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে কোনো সন্ত্রাসী দল বোমাগুলো রেখে গেছে কিনা বা কি উদ্দেশ্যে কারা বোমাগুলো রেখেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান ফারুক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।