কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মা-মেয়ের
বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী জেসমিন নাহার (২৫) ও তার মেয়ে সুমাইয়া আকতার (৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছেন নিহত জেসমিন নাহারের স্বামী মোটরসাইকেল চালক সাদেকুল ইসলাম (৩৮)। তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাদেকুল ইসলাম আদমদীঘি উপজেলার সান্তাহার কাশমিল্লা গ্রামের বাসিন্দা। তিনি দুপচাঁচিয়ার সদরে অবস্থিত সুমাইয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক সাদেকুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সাদেকুল, তার স্ত্রী ও মেয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় কাভার্ডভ্যানটি সাদেকুলের স্ত্রী ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদেকুল ও মেয়েকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মেয়ে সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাদেকুলকে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
আরএআর/আইআই