শাজাহানপুরে ভিজিডির ৪০ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৫ আগস্ট ২০১৭

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে কেনা ভিজিডির ৪০ বস্তা চাল আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান। শুক্রবার সকালে উপজেলার ডেমাজানি থেকে চালগুলো আটক করেন তিনি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদে হত-দরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সুবিধাভোগীদের কাছ থেকে কম মূল্যে কিনে নেয়।

এরপর ৩টি ভ্যানযোগে প্রতি বস্তায় ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় ডেমাজানি বাজার এলাকায় স্থানীয়রা চালসহ ভ্যানগুলোকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানকে খবর দেয়া হলে তিনি এসে চালগুলো জব্দ করেন। এর আগে ভ্যান চালকেরা কৌশলে পালিয়ে যায়।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, প্রতি বস্তায় ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এর সাথে জড়িতদের খোঁজা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লিমন বাসার/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।