ফুলবাড়ী দিবস আজ
ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ ২৬ আগস্ট। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন, আহত হয় ২ শতাধিক।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশী কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই ফুলবাড়ীর ঢাকা মোড়ে ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে।
দুপুর ২টার দিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে প্রথমে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে বিশাল মিছিলটি বেরিকেড ভেঙে এগুতে থাকলে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়।
বিডিআরের গুলিতে এসময় নিহত হয় আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হয় ২ শতাধিক আন্দোলনকারী জনতা।
দিবসটি উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি ছাড়াও বিভিন্ন সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে। তেল-গ্যাস জাতীয় কমিটির মূল কর্মসূচি পালন করা হবে দিনাজপুরের ফুলবাড়ীতে। সেখানে আজ সকালে ৯টা শোভাযাত্রা শেষে ফুলবাড়ী শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় ফুলবাড়ীর নিমতলীতে হবে সমাবেশ।
এছাড়া ঢাকায় সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি এবং সারা দেশের শহীদ মিনারে একই কর্মসূচি পালন করা হবে। বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এফএ/এমএস