ভাতিজার জন্য চাচাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৮ আগস্ট ২০১৭

বগুড়ার ধুনট উপজেলায় সালিশি বৈঠকে ভাতিজার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগের প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিটে আব্দুর রশিদ (৬০) নামে এক চাচা নিহত হয়েছেন।

নিহত আব্দুর রশিদ উপজেলার বড়বিলা পূর্বপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিহীন আব্দুর রশিদ ভিক্ষাবৃত্তির মাধ্যমে চার সদস্যর পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে এক সপ্তাহ আগে অটোভ্যানের চারটি ব্যাটারি চুরি করে দুর্বৃত্তরা।

রোববার রাত ৮টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ও তার লোকজন ব্যাটারি চুরির অভিযোগে আব্দুর রশিদের ভাতিজা বড়বিলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামকে আটক করে প্রতিবেশী চান্দুর বাড়িতে সালিশি বৈঠক বসে। ওই বৈঠকে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার লোকজন ব্যাটারি চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য নুরুল ইসলামকে মারধর করতে থাকে।

এ সময় ভাতিজাকে রক্ষা করতে ঘটনাস্থলে যান আব্দুর রশিদ। ভাতিজা চুরির ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করায় ইউপি সদস্য রফিকুল ইসলাম ক্ষুব্ধ হন।

একপর্যায়ে ওই সালিশি বৈঠকের লোকজনের মারপিটে নিহত হন আব্দুর রশিদ। পরে তারা রাত ১০টার দিকে আব্দুর রশিদের মরদেহ বাড়ির পাশে রাস্তার ওপর ফেলে রেখে যায়। ঘটনার পর থেকে ইউপি সদস্য রফিকুল ইসলামসহ সালিশি বৈঠকের লোকজন পলাতক রয়েছেন।

এ বিষয়ে নিহতের ছেলে আব্দুল মেজের বলেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার লোকজনের মারধরে আমার বাবা মারা গেছে। পরে তারা আমার বাবার মরদেহ বাড়ির পাশে রাস্তায় রেখে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, অটোভ্যানের ব্যাটারি চুরির ঘটনা নিয়ে বড়বিলা গ্রামে মারধরের ঘটনা ঘটেছে। তবে আব্দুর রশিদ কীভাবে মারা গেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। রোববার রাতে আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।