তিস্তায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:০০ এএম, ২৮ আগস্ট ২০১৭

তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ডালিয়া কন্ট্রোল টাওয়ারের সামনে ২২৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে এক হাজার করে অর্থ বিতরণ করা হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘কুয়েট ৮৪ ক্লাব’ এর পক্ষ থেকে বন্যাদুর্গত ১৭০ জনকে এক হাজার করে ১ লাখ ৭০ হাজার ও রোটারি ক্লাব অব ঢাকা সাউথ পক্ষ থেকে ৫৮ জনকে এক হাজার করে ৫৮ হাজার টাকা বিতরণ করা হয়।

nilpamary

তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

এ সময় পাউবোর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারী, পাউবোর ডালিয়া সিবিএ সম্পাদক সোহরাফ হোসেন, যুগ্ম-সম্পাদক আইয়ুব আলী, পাউবোর ঊর্ধ্বতন হিসাব সহকারী আব্দুল হালিম, কার্যসহকারী মিজানুর রহমানসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জাহেদুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।