হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:০৭ পিএম, ৩০ আগস্ট ২০১৭
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে আটদিন সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ ঘোষণা দিয়েছে।

ওই সময় বন্দর দিয়ে দুই দেশের (ভারত-বাংলাদেশ) মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে আ্যসোসিয়েশনের এক বৈঠকে আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন জানান, ওই সাতদিন ছাড়াও ৮ তারিখ শুক্রবার হওয়ায় ওইদিনও বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে আটদিন হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেক পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার কোনো সুযোগ নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।