আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, সংসদ সদস্যের বাড়িতে হামলা
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মহিউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, গত ৩০ আগস্ট হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে যুবলীগ কর্মী রিয়াজকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় রিয়াজ উদ্দিনের বাবা কোরবান আলী বাদী হয়ে হাতিয়া থানায় স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে দুপুরে সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের ওছখালী বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের অন্য পক্ষ মাহমুদ আলী রাতুল গ্রুপের লোকজন বাসভবনের সামনে সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল ও গুলিবর্ষণ করে। এতে দুজন আহত হয়।
পরে প্রতিবাদ সমাবেশ থেকে উত্তেজিত জনতা বের হয়ে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আরও ১৩ আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংসদ সদস্য আয়েশা ফেরদৌস জানান, মিথ্যা মামলার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে আমাদের ওপর হামলা করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাই।
মিজানুর রহমান/এএম/এমএস