শ্যামনগরে বজ্রপাতে নারীসহ নিহত ৪
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল থেকে বজ্রপাতের সাথে বৃষ্টি হচ্ছিল। এসময় কাজে বের হলে বজ্রাঘাতে নিহত হন শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের আমজাদ আলির স্ত্রী সাজেদা বেগম সাজু (৩৫), একই ইউনিয়নের তারানিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবদুল হামিদ (৪৫), কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের নোয়াবদী গাজীর ছেলে রিয়াদ গাজী (৭০) ও সোরা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নুরুননাহার (৪২)।
আহতরা হলেন, গোপালপুর গ্রামের সুবল বিশ্বাস ও তার স্ত্রী শিখা বিশ্বাসসহ অন্যান্যরা। তাদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস/এমএস