নোয়াখালীতে পৌর মেয়রের বাসায় গুলি, প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর ১১ নং পুল এলাকার বাসায় গুলি বর্ষণের প্রতিবাদে চাটখিল-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ সড়ক অবরোধ চলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা পৌর মেয়র মোহাম্মদ উল্যাহর বাসা লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় বাসায় মেয়রসহ তার পরিবারের অন্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল মেয়রের বাসায় যান এবং তিনটি রিভলবারের গুলির খোসা উদ্ধার করে।

jagonews

সকালে বিষয়টি দলীয় নেতাকর্মীরা জানতে পেরে বিক্ষোভে ফেটে পড়ে। তারা এ ঘটনার প্রতিবাদে চাটখিল-ঢাকা সড়কে টায়ার ফেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। পরে দুপুর ১টার দিকে পৌর বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম, পৌর সভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রায়হান, সহকারী পুলিশ সুপার সার্কেল আবদুল্যাহ আল মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর। পরে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে বিক্ষুদ্ধরা সড়ক অবরোধ তুলে নেন।

মিজানুর রহমান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।