গাজীপুরে সওজের ঠিকাদারদের অবস্থান ধর্মঘট


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১০ জুন ২০১৫

বকেয়া টাকা পরিশোধের দাবিতে দু`দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে গাজীপুর সড়ক বিভাগের ঠিকাদাররা। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সড়ক ভবনের অভ্যন্তরে তারা এ কর্মসূচি পালন করে। বৃহস্পতিবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সওজের ঠিকাদার আলহাজ্ব ফাইজুদ্দিনের নেতৃত্বে ঠিকাদার আব্দুল হান্নান, মো. তাজ উদ্দিন, ফারুক আহমেদ, মিজানুর রহমান, শাহ জালালসহ অর্ধশত ঠিকাদার এ কর্মসূচিতে অংশ নেন।

ঠিকাদার নেতা আলহাজ্ব ফাইজুদ্দিন জানান, জরুরী মেরামতের কাজ করার জন্য ২০১১-২০১২ অর্থ-বছরের ৬ কোটি ৮৫ লাখ টাকা, ২০১৩-২০১৪ অর্থ-বছরের ১৯ কোটি ৮৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতের গত ৪-৫ বছরের প্রায় ১৪ কোটি টাকা বকেয়া পড়ে আছে। দীর্ঘ দিন ধরে ঠিকাদারদের পাওনা টাকা পরিশোধ না করায় ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

ঠিকাদাররা জানান, অবিলম্বে বকেয়া টাকা প্রদানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিলে সকল ঠিকাদারগণ ঐক্যবদ্ধভাবে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।
 
এ ব্যাপারে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, ঠিকাদারদের বকেয়া টাকা পরিশোধের ব্যাপারে মন্ত্রণালয়সহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট দফতরকে জানানো করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে।
                    
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।