আমের ঝুঁড়ি থেকে ফেনসিডিল উদ্ধার : আটক ৪


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১১ জুন ২০১৫
ফাইল ছবি

আমের ঝুঁড়িতে করে ফেনসিডিল বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ইফতেখার আলম, ববিতা, বাবু ও নয়ন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির একটি কক্ষে থেকে আমের ঝুঁড়িতে রাখা ৯২ বোতল ফেনসিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিল কেনা বেঁচার দায়ে ওই চারজনকে আটক করে পুলিশ। আটকরা মাস খানেক আগে ওই বাড়ির একটি রুম ভাড়া নিয়ে মাদক কেনা বেঁচা করছিল।

আটকরা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং তারা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানায় পুলিশ।
                    
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।