ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, এসআই প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক সুমনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এসআই তারেক সুমনের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো আমরা তদন্ত করে দেখছি।

খোঁজ নিয়ে জানা যায়, সদর মডেল থানা পুলিশের এসআই তারেক সুমন হামদু মিয়া নামে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে তার ছেলে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায় করেন।

এ ঘটনায় আদালতে একটি মামলাও করা হয়। এছাড়া জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আতাউর রহমান নামে অপর এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগও রয়েছে তারেক সুমনের বিরুদ্ধে।

উল্লেখ্য, এসআই তারেক সুমন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নিরাপত্তা প্রটোকলের দায়িত্বে ছিলেন।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।