রোহিঙ্গারা বাংলাদেশে ভোটার হতে পারবে না : সিইসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা বলেছেন রোহিঙ্গারা কোনো অবস্থাতেই যাতে বাংলাদেশে ভোটার হতে না পারে এ ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহন করবে বলে বিশ্বাস তার। এখন পর্যন্ত কোনো দল তার কাছে বলেননি তারা নির্বাচনে অংশ নিবেননা।

Tangai-CEC-pic-2

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে তিনি আরও বলেন, সকল দল চাইলে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, এখন পর্যন্ত সব দলের সঙ্গে সংলাপ শেষ হয়নি। তবে যে কয়েকটি দলের সঙ্গে সংলাপ হয়েছে তারা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।

তিনি বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশের ১৬টি জেলার জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনসহ নির্বাচনে সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে দুপুরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।