ফের রিমান্ডে টাঙ্গাইলের দুই জঙ্গি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা এলাকায় একটি বাড়িতে র‌্যাবের অভিযানে আটক দুই জঙ্গির দ্বিতীয় দফায় ৪ দিনের মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের করা সাতদিনের রিমান্ড আবেদনের বিপরীতে চারদিনের মঞ্জুর করেন টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান. গত ৫ আগস্ট কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা এলাকায় র‌্যাবের অভিযানে আটক মরহুম আবুল হোসেন চিশতির দুই ছেলে ও জঙ্গি সদস্য মাছুম (৩০) ও খোকনকে (২৫) বৃহস্পতিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের করা সাতদিনের রিমান্ড আবেদনের বিপরীতে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম।

উল্লেখ্য, সোমবার বিকেলে কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার সৈয়দ আবুল হাসান চিশতিয়ার বাড়িতে একদল জঙ্গি অবস্থান করছে- এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে বাসাটি ঘিরে রাখে র‌্যাব-১২ এর সদস্যরা। এরপর রাতে ওই বাড়িটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো হয়। গত ৬ সেপ্টেম্বর আটক এই দুই জঙ্গির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

আরিফ উর রহমান টগর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।