টাঙ্গাইলে অটোরিকশা চাপায় ছিনতাইকারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

টাঙ্গাইল পৌর এলাকার কাগমারী ব্রিজের কাছে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালানোর সময় ব্যাটারি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মেহেদী পৌর এলাকার দিঘুলীয়ার মোসলেম উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে অটোরিকশা চালক মেহেদী ও আকাশসহ কয়েকজন টাঙ্গাইল-এলাসিন রুটে যাত্রীদের তাদের অটোরিকশায় উঠিয়ে ছিনতাই করছিল। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। দ্রুত পালাতে গেলে তাদের অটোরিকশাটি উল্টে যায়। এসময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

অন্যদিকে, স্থানীয়রা ধাওয়া করে আকাশকে ধরতে সক্ষম হলেও বাকি ছিনতাকারীরা পালিয়ে যায়। পরে আকাশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।

আরিফ উর রহমান টগর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।