হাতিয়ায় ট্রলার ডুবে ৪ জেলে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের জনতারঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- পার্শ্ববর্তী আদর্শ গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল (১৮), ভুট্রো মিয়ার ছেলে সম্পদ (১২), হেলাল উদ্দিনের ছেলে রাকিব (১৬) ও আবুল হোসেনের ছেলে রাশেদ (২৫)।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জাগো নিউজকে জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাটে হঠাৎ ঝড়ো হাওয়ায় পল্টুনে বাঁধা অবস্থায় মাছ ধরার ট্রলারটি রশি ছিঁড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে ঘুমিয়ে থাকা ছয় জেলের মধ্যে দুইজন কোনো রকমে বেঁচে গেলেও বাকি চারজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সকালে অনেক খোঁজাখুঁজির পর নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় এলাকাবাসী মরদেহগুলো উদ্ধার করে তাদের গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যায়।

মিজানুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।