আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার এক আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে। বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম আমজাদ হোসেন। সদর উপজেলার আগুনপুর গ্রামে নিজের স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি তিনি। গত ১৯ সেপ্টেম্বর তার মামলার দিন ধার্য থাকলেও বুধবার ২০ সেপ্টেম্বর তাকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওসমান গনি জানান, আমজাদ হোসেন ২০১৬ সালের ১৮ অক্টোবর থেকে স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলায় জেলে বন্দী ছিলেন।

গ্রেফতার হওয়ার পর তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। আগামী ২২ অক্টোবর এই হত্যা মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত রয়েছে।

তিনি বলেন, এ মামলার দিন ধার্য ছিল গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার। কি কারণে এবং কেন তাকে বুধবার আদালতে আনা হলো তা আমার জানা নেই।

কারাগার থেকে অনির্ধারিত দিনে আসামিকে আদালতে পাঠানো এবং কাঠগড়া থেকে তার পলায়ন সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা জেলা কারাগারের সুপার হাফিজুর রহমান বলেন, এমনটি হওয়ার কথা নয়। তবে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে বের করা হবে।

আদালত থেকে আসামি পলায়নের ঘটনা স্বীকার করেছেন কোর্ট জিআরও পুলিশ পরিদর্শক আশরাফুল বারী। তিনি বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।