স্বামীর দেয়া কেরোসিনের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০১ অক্টোবর ২০১৭

সাতক্ষীরায় স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তির পর মারা গেলেন গৃহবধূ মুন্নি খাতুন (২৫)। রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে স্বামী মুছা গাজী কেরোসিন ঢেলে আগুন দিলে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। মুন্নি ও মুছা দম্পতি তালা উপজেলার খলিশখালি ইউনিয়নে বাগমারা গ্রামের বাসিন্দা।

মৃত্যুর আগে সদর হাসপাতালে চিকিৎসাধীন মুন্নি খাতুন সাংবাদিকদের বলেন, প্রায় ৫ মাস আগে তার একটি বাচ্চা হয়। এ সময় তার সন্তানের নাড়ি ছিঁড়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্বামী তাকে প্রায়ই মারধর করতো এবং বলতো তুই বাপের বাড়ি চলে যা। তা না হলে তোকে মেরে ফেলব বলে হুমকি দিতো।

শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং স্বামী তাকে মারধর করে। একপর্যায়ে রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে মুছা ঘুমন্ত অবস্থায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল বলেন, মুন্নির শরীরের ৯৫ শাতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সাতক্ষীরা থেকে খুলনায় নেয়ার পথে ডুমুরিয়ায় পৌঁছলে মুন্নির মৃত্যু হয়। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আকরামুল ইসলাম/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।